ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

সদরঘাটে সাত লঞ্চ মালিক কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে  নৌ-পরিবহন অধিদপ্তরের নেতৃত্বে কোস্ট গার্ড ও নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বুধবার সাতটি লঞ্চের মালিককে বিভিন্ন কারণে ১লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা হিসেবে আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনার তদারকি করেন  নৌ-পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও এ.কে.এম.নূর হোসেন নির্ঝর। 


অভিযানের সময় সার্বিকভাবে সহযোগিতা করেন নৌ-পরিবহন অধিদপ্তরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মাহবুবুর রশিদ সহ প্রধান পরিদর্শক শফিকুর রহমান। 


উক্ত অভিযানে লঞ্চগুলোর বিভিন্ন ত্রুটি থাকায় জামাল-৫ কে বিশ হাজার টাকা, সম্রাট-২ কে পঁচিশ হাজার টাকা, এডভেঞ্চার-৯ কে পঁচিশ হাজার টাকা, ফারহান-৭ কে ত্রিশ হাজার  টাকা, পূবালী-৭ কে ত্রিশ হাজার  টাকা, তাসরিক-২ কে ত্রিশ হাজার  টাকা, ইয়াদ-৩ কে পঁয়ত্রিশ হাজার  টাকা সহ মোট ১লক্ষ ৯৫  হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 


জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানায় নৌ-পরিবহন অধিদপ্তর।

ads

Our Facebook Page